টিপ টিপ বৃষ্টি পড়ে
আম পড়েছে ঐ।
কাঁচা মিঠা আমটি রেখে
কেমনে ঘরে রই।
গাছের নীচে পড়ছে আম
বৃষ্টি এল বনে।
বন্ধুরা কই আয় না তোরা
আম কুড়ানোর দিনে।
বৃষ্টি ভিজে চলনা খেলি
জাম্বুরা দিয়ে ফুট বল।
উঁচু সেতুর রেলিং বেয়ে
ঝাঁপ দিব আজ চল।
ফিরে যেতে ইচ্ছে করে
নগর জীবন ছেড়ে।
পবিত্র আবেগ মিশে আছে
পাগলা নদীর ধারে।