নগর সভ্যতা গড়ছে যারা
অট্রালিকা উঁচু উঁচু দালান।
মৃত্যুটাকে পরোয়া করে
তারা থাকে শূন্যে ভাসমান।
জঙ্গল কেটে হয়েছে কত
চাক্যচিক্যময় নগরীর ভিত্তি।
কলকারখানা চলছে আবার
শ্রমিকেরাই আসল শক্তি।
মাটি খুঁড়ে খুঁজে পেল কত
নগর সভ্যতার সন্ধান।
আলোক ঝলমলে এ শহরটা
শ্রমিকের ঘামে মহিয়ান।
প্রতিটি ইটেই লেগে আছে
কত যে শ্রমিকের ঘাম।
নগর সভ্যতার বিনির্মানে
জানাই তাদের প্রনাম।