এ মাটি আমার প্রশান্তির আধার
বিস্তৃত সবুজ মাঠের চাদর,
খুঁজে পাই মায়ের মত আদর।
কোথাও খোঁজে পাবে না ভাই
যে  মমতা  এ সবুজ বাংলায়।
হৃদয় আমার এ মাটির তরে
রাঙা মাটির পথের  ধুলা,
মাখি আমার গতর জুড়ে।
জালের মত ছড়িয়ে আছে
কত রুপ বৈচিত্র্যের নদীর ধারা।
যেথায় সকালবেলা জোয়ারে ভরা
সন্ধ্যায় থাকে ভাটায়  খরা।
যেথায় কুয়াশায়  ভোরে আঁধার শুরু
আবার ঘাসের ডগায় শিশির বিন্দু,
মনে হয় যেন হীরের টুকরো।