দিক্বিদিক হাঁটিতেছি আমি
পৃথিবীর বন্ধুর  প্রান্তরে।
যেখানে দিনের আলোয়
শুদ্ধতার চলে অভিনয়,
রাতে মুখোশের আড়ালে
আলো আঁধার খেলা করে।
পৃথিবীর সব সুন্দরের মাঝে
অনন্য সুন্দর  সততা।
সব চেয়ে বেশি ব্যথা দিয়ে যা
মানুষের নির্মম অকৃতজ্ঞতা।
সবকিছুই পরিমাপ কর তুমি
কর নিক্তি হীন ওজন।
তোমার মাঝে নেই
শুধু   স্বমূল্যায়ন।