আগুনে পুড়া গন্ধ ছড়িয়ে যায়
দেশ হতে দেশান্তর।
স্বপ্ন পুড়া গন্ধ কখনো  ছুঁই না
আমাদের অন্তর।।
আজ এখানে কাল ওখানে
স্বপ্ন পুড়ে আঙার।
কখনো কী ভাবি আমার স্বপও
পুড়তে পারে আবার।।
টাকার গন্ধে কাল সঞ্চার ছিল
যে স্বপ্নের প্রাণে।
ছাইয়ের গন্ধে থেমে গেল সব
স্বপ্ননেরা শশ্মানে।
স্বপ্ন গুলো কেন এমন হয়
গড়তে নেয় সময়।
পুড়ে যায় ক্ষনিক মুহুর্তে
কাটেনা সংশয়।।