অশ্রু সজল নয়ন তারা
পথ হারিয়ে দিশেহারা,
পথের দাবী হাজার তারা
বন্যপ্রাণীর আছে তাড়া।
জানো সবই অন্তর্যামী
আমার আশ্রয় শুধু তুমি।
আসুক যত ঝড়ের প্রহার
জীবন তো নয় তুলোর পাহাড়
উঁড়ে গিয়ে পড়বে।
যতই তোমরা আঘাত কর
ষড়যন্ত্রের জালটি বুনো
সত্য লড়াই চলবে।
আগাছার ফলন বেশি
পাপী তাপীর জয়ের হাসি
ভয় পাওয়া যাবে না।
ন্যায়ের পথ কন্টকময়
সত্যের জয় সব সময়
আশাহত হবো না।