প্রকাশ্যে সত্য খুঁজিয়া বেড়াই
গোপনে মিথ্যা বেচিয়া যাই।
সত্য বলিতে হইবে সন্তানকে শিখাই
মিথ্যার রাজত্বে নিজে ক্রমশ হারাই।
হরহামেশা সত্যকে করিয়া ত্যাগ
মিথ্যা চোরাবালিতে বিলাই আবেগ।
মিথ্যা সে তো বালুর মাঝে পায়ের ছাপ
সত্য অসীম যাহার পরিমাপ।
সত্যের উপর দেখাও মুরুব্বিয়ানা সতত
প্রকাশ করিতে চাও কতটা মহৎ,
ভুলে যাও সত্যের উপর সৃষ্ঠ জগৎ।
সত্যকে কখনো যায়না বাকানো
সত্যের কাছে মোরা বেঁকে যাই
মিথ্যা তাসের ঘর সাজাই সর্বদায়।
সত্যের ব্যপ্তি ছাড়িয়া বিশ্বজগতে
মিথ্যা ছেদন করে কুঠারাঘাতে।
সুনামির তান্ডবে সব ধ্বংস স্তুপ
সত্যের নেই কোন বহুরুপ।
ফলাফল অলীক,শুন্য পরীক্ষার খাতা
চন্দ্র সূর্য সব সত্যেরই গাঁথা।