সত্য সুন্দর জাগ্রত অবিচল
মিথ্যা সর্বদা নিভৃত নিশ্চল।
সত্য মিথ্যার জীবন সংগ্রাম
লিখছে কিরামান কাতেবীন অবিরাম।
অসহায়ের প্রতি হও নির্দয় পালোয়ান
ভুলেছো বেমালুম খোদার ফরমান।
মজলুম নিপীড়িত মানুষের হাসি
সূর্যের সাথে সমভাবে জ্বলবে,
অত্যাচারী মিথ্যুক আস্তাকুড়ে ডুববে।
গড়েছো প্রাসাদ মিথ্যা মায়াজালে
অসহায়কে ভাসিয়েছ চোখের জলে।
কচুরিপানা দীঘির জলে ভাসমান
কত দরিদ্র পেল খ্রীষ্টের সম্মান।
ঝড়ের তান্ডবে ভেঙেছো ঘর
সময়ের ব্যবধানে আপন হয় পর।