পঞ্চত্বপ্রাপ্তিতে পঞ্চভূতের উদয়
যাহাতে সৃষ্টি তাহাতেই লয়।
সর্বংসহা মায়াময় ক্ষিতি
তোমাতেই শেষ আশ্রয়,
এটাই বিশ্ব ব্রহ্মান্ডের রীতি।
পাহাড় পর্বত সুউচ্চ শিরে
সব ছাড়িয়ে দাড়িয়ে রই,
সেই অটল পর্বতের ক্ষয়ে
বিক্ষিপ্ত ধুলিকনার সৃষ্টি হয়।
যে পর্বত রক্ষা করে ধরা
ভূকম্পনের আঘাত হতে।
সে পর্বতের ধুলিকনা উড়ে
সামান্য এলোমেলো বায়ুতে।
জীবদেহ পচে মাটির নীচে
তাপশক্তির হয় সঞ্চয়।
আবার সেই শক্তির কল্যানে
পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়।