কত যে পথ করেছি ভ্রমন
খুঁজিনি  তো কোন স্টেশন।
পৃথিবীর  পথে চলছে পথিক
লক্ষ্য হীন এক দূরন্ত নাবিক।
ভাসছে যেন কাগজে নৌকা
অনিশ্চিত স্টেশন আমার জানি।
তোমার বাড়ীর পাশের পথে
পেলাম স্টেশনের হাতছানি।
ভুল সিগনালে থেমে দেখি
স্টেশনের  নেই ছাউনি।
ঝড় বৃষ্টিতে ভিজে পথিক
কাফনে মোড়ানো শেষ যাত্রী।
অবশেষে ছাতা হাতে  এলে তুমি,
লাশকে না ভিজানোর কী আকুতি!