অলিতে গলিতে -জমেছে বাজার
অহরহ চলিছে – সুদের কারবার।
সুদখোর ঘুষখোর -পয়সাওয়ালা
চারিপাশে তাহাদের চ্যালাপেলা।
বাড়িঘর চাকচিক পোশাকে বাহার
বেদখল করছে সমাজের চেয়ার।
কারনে অকারনে চালায় বাহাদুরি
পরকাল ভুলে - করে দুনিয়া ধারী।
সব ফুল ফুটে যে মরিবার তরে
টাকাকড়ি যায় না মাটির ঘরে।।