সুখ পাখিটা  পেতে
দিলাম সাগর পাড়ি।
হিমাদ্রির উপড়ে কী
আছে সুখের বাড়ী?
মহাশূন্যে থাকিলে সুখ
হবো   নভোচারী।
সাগর তলে সুখ থাকিলে
হতে চাই  ডুবুরী।
সুখের প্রদীপ জ্বালাতে
হতে হয় খড়ি।
নিজে পুড়ে ছাই হলে,
আলোকিত নগরী।
সুখ পাখিটা দেয় না
ধরা, খুঁজি ভুবনময়।
সময় হলেই উঁড়ে যাবে
ছেড়ে সুখালয়।