কুড়ালের নেই ক্ষমতা
গাছ টুকরো করিবার।
গাছের স্বজাতি যদিনা
হাতলটি ধরে তাহার।
টুকরো টুকরো করে
কাটে অসহায় কুড়াল।
গোপনে হাসে স্বজাতি
গাছের কী মন্দ কপাল।
হিংস্র মেরুর ভল্লুক ক্ষুধা
পেলে খায় নিজের বাচ্চা।
উন্নত প্রাণী মানবের মাঝে
আছে সেই হিংস্র জিঘাংসা।
তোমা হতে রক্ষা পাই না
আপন স্বজাতি পুরুষ নারী।
তুমি মানুষ নামে হিংস্র শিকারী।।