শঙ্খনীল কারাগারের জীবন
তবু বিরামহীন ছুটে চলা।
আলো আঁধারের কণ্টক সিঁড়ি
স্বপ্ন তার একমাত্র ভেলা।
স্বপ্নহীন জীবন মূলহীন তরু
যেন হতাশার ধুঁ ধুঁ বালুর মরু।
স্বপ্নরা দেয় ধরা হয়ে চুরাবালি
কখনো মনে হয় আমি ব্যর্থ মালী।
কত শ্রম দেয় সখের বাগানে
তবু যেন ফুটে না ফুল এখানে।
হতাশা গ্রাস করে কালো মেঘের মত
ব্যথা দিয়ে যায় সব ভুলের ক্ষত।
তবুও চলতে হবে পথ দৃঢ় প্রত্যয়ে
সহায় হও দয়াময় নিবিড় ছায়া হয়ে।