প্রত্যুষে ভাবি যে আমি
ঝলমলে আলো ছড়াবে।
কুপথের চেয়ে সুপথে
বাঁচার প্রতিযোগিতা বাড়বে।
খাদ্যে মিশাবে না কেউ
ফরমালিন নামের বিষ।
কার্বাইডে ফল পাকাবে না
আর অতিলোভী রাবিশ।
ট্রেন ভ্রমণে থাকবেনা
আর টিকেট কালোবাজারি।
সময়ে আসবে সময়ের গাড়ী।
চোখ ধাঁধানো মোড়কে
আর সাজাবে না মানহীন পণ্য।
নীতির সাথে ব্যবসা করো
আখিরাতে পাবে পূণ্য।
চক্রাকার জীবন প্রবাহে
তুমি এক কচুরিপানা।
এক ঘাটে থেকে ভেবো
নাকো তুমি আরেক ঘাটে,
যায় তে তোমার মানা।
শূণ্যে তুমি ঢিল ছুড়িয়া
থাকো মনের সুখে।
আপন গৃহে ফিরে দেখো
আঘাত তোমার বুকে।