আঁধার কালো দূর করতে
আলোর মশাল জ্বালতে হয়।
জোনাকির আলো জ্বলে নিভে
নিগূঢ় আঁধার কাটে না নিশ্চয়।


টিপ পরা নারীর অধিকার বটে
টিপ পরলে নারী সৌন্দর্য বাড়ে।
পুরুষের কপালে টিপ কখনো
কী প্রতিবাদের ভাষা হতে পারে?


এরপর আবার চুড়ি নিয়ে যদি
কেউ কখনো কটুক্তি করে।
পুরুষ তুমি প্রতিবাদের জন্য
বসে থাকবে কী চুড়ি পরে?


নারীর পক্ষে হউক প্রতিবাদ
বীর পুরুষের মত উঁচু শীরে।
যুগে যুগে নারীরাই ছিল --
পুরুষের জয়ের পিছনে নীরবে।।