কত ট্রেন আসে যায়
কত মানুষ বাড়ি যায়
আমি শুধু থেকে যাই,
আমার নাম যে টোকাই।
ঝকঝক ট্রেনের শব্দে
ঘুম ভাঙে মধ্যে রাতে।
শিশির জমে আমার দেহে
হাড় কাঁপে কনকনে শীতে।
জন্ম যেন আজন্ম পাপ
জন্মদাতা কোন সে বাপ?
দিলেম তোকে অভিশাপ।
সকাল সন্ধ্যা স্টেশনে
এই ট্রেন থেকে ঐ ট্রেনে,
লাথি উষ্টা খাই প্রতি ক্ষণে।
ঈদ আসে পার্বন আসে
প্রিয়জনের মিলন আসে,
আমার প্রিয়জন কোন দেশে?
অনাথের ও আছে আশ্রম
হায় রে আমার স্বাদের জনম
ঠিকানা আমার প্লাটফর্ম।