সে আমায় দিয়েছে ঝড়
দিয়েছে এ বিষন্ন শহর।
কখনো বলেনি হে প্রিয়
বৈশাখী শুভেচ্ছা  নিও।
মোর আকাশে উড়ে যায়
সাদাকালো মেঘের বহর।
তোমার ছোঁয়ায় হতো বৃষ্টি
বিরহে হলো বৈশাখী ঝড়।
তপ্ত রোদে নয় ক্লান্ত পথিক
আমি ভাটায় পুড়ানো মমি।
বিরহের অনল পুড়াবে কী?
তোমার বিরহে অভ্যস্ত আমি।।