ট্রেন চলেছে রাত দুপুরে
ঝক ঝক ঝক শব্দ করে।
মাঠ ছাড়িয়ে বন পেরিয়ে
শহর বন্দর পাশ কাটিয়ে।
কত ঘটনা ঘটে যে ট্রেনে
স্মৃতি হয়ে থাকে যে মনে।
এই তো সেদিন স্টেশনে
বিনা টিকেটে এক যাত্রী উঠে।
ট্রেনে টিটিই  টিকেট চাইলে
স্বীকার করে সে অকপটে ,
টিকেট নেয়ার সময় পাইনে।
দিগুন ভাড়া গুনতে হবে
বৃটিশের সেই রেল আইনে।
যাত্রীর মাথায় বজ্রপাতে
মুহূর্তে ই এক আঘাত হানে।
কেমন আইন শুনালে তুমি
ওহে  টিটিই মশায় আমায়।
একশ বিশ কিমি ভ্রমন হবে
বারো’শ কিমির ভাড়ায়!
যাত্রী সাহেব আম জনতা
নাই তাহার তেমন ক্ষমতা।
গুনতে হলো জরিমানা
কোন উপায় যে তার নাই।
আজ দেখি ভিন্ন ঘটনা
মন্ত্রীর স্ত্রীর তিন ভাগিনা,
টিকেট যে করে নাই।
মন্স্ত্রীর স্ত্রীর ভাগিনা বলে কথা
সে কি আর সাধারণ জনতা?
বৃটিশ আইন প্রয়োগ করবে
কার আছে সে ক্ষমতা?
তাদের জরিমানা করে যে ভাই
মুহূর্তে সে চাকরি হারায়।
আইন যে মাঝে মাঝে
একটু একেঁ বেঁকে যায়।