তোমার জন্য ঐ আকাশে
নক্ষত্ররাজির আন্দোলন।
রাত জেগে পাহারা দেয়
তবুও পায়না তোমার মন।
তোমার জন্য এভিনিউতে
হচ্ছে কত বিশাল সভা।
তোমাকে চাই লেখা দিয়ে
ব্যানার ফেস্টুন পাচ্ছে শোভা।
তোমাকে চাই, তোমাকে চাই
রব উঠেছে শহর জুড়ে।
তোমার রূপে অন্ধ হয়ে
পথ হারাবে পাড়ার বখাটে।
তবু্ও তুমি পা দিবে না
চোরাবালির কঠিন ফাঁদে।
অনেক দূরে এগিয়ে যাবে
যেথায় স্বপ্ন পূরণ হবে।