তপ্ত হৃদে এসো তুমি,শীতল হাওয়া হয়ে
বৈশাখের ই খরতাপে শীতল পরশ নিয়ে।
সেই যে দেখা হয়েছিল বৈশাখী মেলায়
তারপর কত দিন হলো তোমার দেখা নাই।
কাঁচা আম পেকে গেল,তুমি নেই পাশে
কাঁচা আমের ভর্তা করে, কে দিবে ভালোবেসে?
ক্লান্ত দেহে প্রাণ ফিরে পাই তোমার পরশে
প্রাণ জুড়িয়ে আসে তোমার হাত পাখার বাতাসে।
গ্রীষ্মদিনে বলতে তুমি এসো বৃষ্টি নামাই
চিৎকার করে বলবো আমি, ভালোবাসি তোমায়।