কত ভেদ আছে এ ধরাধামে
কিছু সুনামে,কিছু দূর্নামে।
মৃত্তিকাভেদে বিশাল বৃক্ষ দাড়িয়ে
লক্ষভেদে ক্ষুদ্র বৃহৎকে ছাড়িয়ে।
কত যে বিভেদ আছে চারিদিকে,
আদিকাল হতে ধরনী করছে ফিকে।
সাদাকালো,ধনীগরিবের ভেদাভেদ
জাত-বিজাত,উঁচু নিচুর বিভেদ।
ভেদজ্ঞানের অভাব আছে যার
অস্তিত্ব বিলীন হয় তার।
ভেদনীতি তৈরি করে যারা
জনগণের আস্থা হারায় তারা।
বু্দ্ধিভেদের অভাব হলে
পিছিয়ে পড়বে অবহেলে।
কত রূপভেদ আছে অজানা
না জানিলে যায় না মানা।
রহস্যভেদে ব্যস্ত জ্ঞানীগুণী
জীবআত্মা -পরমাত্মার সরলভেদ
জানে মহাজ্ঞানী।।