ইলশেগুঁড়ি বৃষ্টি নামে
তালপাকা ভাদ্র মাসে।
কচি ধানে নয়া যৌবন
হেলেদুলে হাওয়ায় ভাসে।।
বর্ষার জল নেমেছে খালে
পাটের জাগ দেয় কৃষক।
পঁচা পাটের কাঁচা গন্ধে
খুঁজে পায় সোনালি শৈশব।
খরা জালে ঝাঁকে ঝাঁকে
বইচা মাছ উজিয়ে উঠে।
শরতের সে ভাদ্র মাস
স্মৃতির পাতায় ভেসে ওঠে।।