নিজের ভাগখানা বড় চাইলে,
পাওনাদারকে শুধুই  ঠকালে।
ভাগাভাগির নিয়তির খেলাই
বেশি পাবার নাই সাধ্য নাই।
তোমার জন্য বরাদ্দ তাহা
অদৃষ্টে লেখা আছে যাহা।
বড় ভাগের পিছে ছুটাছুটি
এমনি করে আসবে ছুটি।
ভাগের অংশ পোকা খাবে
সঙ্গে করে আর কী নিবে?
তাসের ঘরে বসত করে
চন্দ্রের দেশে বাড়ি বানালে।
তবুও আবার ভাগ বসালে
বেদের জলে ভাসা ঘরে।
খাইতে খাইতে কর বমি
কুকুরকে দাও আরও দামী।
তবুও তুমি ভাগ বসালে
কাঙালের ভাঙ্গা পাতিলে।