দুটি হৃদয়ের মাঝে ছিল একটি সরল পথ
যে পথে ভালবাসার যান চলতো অবিরত।
বিশ্বাস নামের  সাঁকো ভেঙে গেল যখন
সে পথের কোলাহল থেমে গেল তখন।
সে পথ আজ যেন এক প্রাচীণ পুরাকীর্তি
শেওলা জমে ঘটেছে সে পথের  বিকৃতি।
ভালোবাসার যান গুলো দু'পাশে হল থিতু
শুধু মাঝখানে রইলো এক ভাঙা সেতু।
সে পথের মাটি আজো সাক্ষী অবিরত
কত ভালোবাসার যানের ছিল যাতায়ত।
বিশ্বাসের সাঁকো ভেঙে সব কিছু হল  চূর
শত প্রচষ্টায় ভাঙা সাঁকো হয়নি মেরামত।