পৃথিবীটা ভাড়া বাড়ি,যতই কর বাহাদুরি
সময় হলে যাইতে হবে মায়ার বাঁধন ছাড়ি।
মাটির কথা ভুলে গিয়ে, যতই কর উড়াউড়ি
থামবে তখন হবে যখন মালিকের হুকুম জারি।


মোহে  পড়ে  দিশেহারা,এ সংসারে পাগলপাড়া
জগতের প্রেমে ব্যস্ত জীবন,তাহার প্রেম ছাড়া।
বাড়ীওয়ালা হুকুম করলে,ছাড়তে হবে প্রিয় বাড়ি
যার প্রেমেতে মত্ত ছিলে,সে যাবে  অন্য গাড়ী।


নগদ পাবার আশায়,আসল কাজে দিলে ফাঁকি
দেবার বেলায় উদাস তুমি,করে গেলে শুধু বাকি।
বাকির খাতা অনেক বড়,কেমনে করবে শোধ
যাবার আগে জাগ্রত হবে কি? তোমার আসল বোধ।