আমার বাড়ি ভাটির দেশে
          জলে ভাসা নাও।
মধু মাসে মিষ্টি ঘ্রাণে
         আমার খবর নাও।
পাকা আমের মধুর রসে
      পিঁপড়েরা সব আসে।  
ভাটির মানুষ জলে ডুবে
     উজানের লোক হাসে।
থোকায় থোকায় গাছে লিচু
         একটি দুটি পোকা।
তোমার জন্য রাখছি আম
           মিষ্টি গাছ পাঁকা।
উপড়ে তে কাটা কাঁঠাল
         ভিতরে ভরা রসে।
বাঁকা কথা বলি বন্ধু
       তোমায় ভালবেসে।



বিঃদ্রঃ কবিতাটি পল্লী কবি জসীমউদ্দিন কে উৎসর্গ করলাম।কবির লেখা আমার বাড়ি কবিতাটি থেকে অনুপ্রাণিত হয়ে এ কবিতাটি লিখেছি।