কাঁসর ঘন্টা বাজছে কোথাও দূরে
হাজার দিব্য কম্পন বাতাসে
উৎকীর্ণ দুটি কান টিলার ওপরে
প্রাচীন অ্যান্টেনা যেন,


শুনশান উপত্যকা পেরিয়ে
ঢং ঢং কোমলতারা আজও মিশে যাচ্ছে
এক সাধনার ভাষায়-
সব গুরুদ্বারে
গির্জা মসজিদ প্যাগোডাতেও উঠে এক সুর
মানুষ এই সত্য যেন না ভোলে
‘শুধু দরকার ভক্তি’
‘শুধু দরকার পরিশুদ্ধি’।


।।  ।।  ।।  ।।  ।।