কীভাবে যাবে?
কোথায় পাবে অর্থ?
ভেবে দেখো -
সব- সব কিছু ছবি - শিকারের আয়োজন,
কে বাড়াবে হাত- বিভ্রান্ত মতিভ্রম!
অর্থ টাইম পাশ।


শুনেছো,বিড়ম্বনা চারিদিকে, কেবল নম্বর-
বাসে সিট নেই
জঙ্গলে গাছ নেই, হরিণ নেই
সোসাইটিতে ছেলে নেই, মেয়ে নেই
মানুষ নেই, কোথাও কিছু নেই।
অর্থ টাইম পাশ।


আবেগী হওয়ায় চোখদুটি না ভাসিয়ে দেখো,
ঝোপ বুঝে কোপ মারতে সবাই রেডি
অলক্ষে ক্ষাত্রহীন অস্ত্র বিকোয় দেদার।
অবচেতনে বৈশ্যরাজ হাসেন-
থুড়ি সামন্তরাজ প্রহর জাগে,
তবু বাকরুদ্ধ কেন হবে?


তাত্ত্বিক নও, তবু তুমিই বলোনা কেন  
গোদুগ্ধ কেউ খাবে না বলে
চানাচুর দাও -
যত পারো চানাচুর খাও,
তারপর তারপর স্বপ্নে রাখো
ওই মুখরোচক অনুশোচনা-  
কত শতাব্দীর বিস্ময়ে বুঁদ হয়ে থাকা!
মলিন মলিনতা
অর্থ টাইম পাশ


তারপরে জ্ঞান - জ্ঞান
ছুটো ছুটি - লুটো লুটি
ভীড়, স্থির
অর্থ টাইম পাশ।


।। ।। ।। ।। ।।