আপন মনে ছোট্ট বিলে খেলা খেলে
একদিন পিতা শুধান তারে অবহেলে,
বড় হলে কি হবি তুই বল না ভেবে
তখন হেসে বিলে বলে গভীর ভাবে--
হবো আমি পাগড়ি পরা বীর কোচোয়ান
সামনে বসে চালাবো গাড়ি ধীর আগুয়ান।


টগবগ ঘোড়া ডগমগ ঘোড়া চিহি চি ঝাঁপ
হেসে খেলে হেলে দুলে দেবো ছুট মাপ
আসবে যারা যাবে তারা দূর সাগর পার,
ঘোচাবে দুখ জাগবে গরব দুঃখী দেশ মার।


।।  ।।  ।।  ।।  ।।