সে কৃষ্ণকাল ছিল মায়াময়,
তার ঢেয়ে ঢের বড় ছিল মন-মানুষের হিতে,
জেনেছিল বিচ্ছিন্ন কেউ নয়,
ঈশ্বরের এ বিশ্বে প্রয়োজন
দৃষ্টি, বোধ,আর সখ্য-ত্যাগ;
এক সাধনায় যদি জাগে
এ সামাজিক পূর্ণিমা হৃদয় তাই সকলের--
এই সব রঙ,
এই সব মন
এই আকাশের রঙে      
ভালোবাসাময় হোক
আরাধ্যা রাধা,
সব শিথিলতা চ্যূতি ভুলে
চৈতন্যে ব্যাখ্যা হোক রাধাময়--
রাধাময় হোক এক পবিত্র বর্ণধারা।


।।  ।।  ।।  ।।  ।।