শুধু বোধ স্বপ্ন নয়-- জগতের ঘ্রাণ,
জাতির সাধনা রূপে জাগাইছে প্রাণ।
শিশুর অমৃত কুম্ভ সে ঢেতন চিহ্ন,
ভাষামা-ই বিদ্যাদেবী রূপে শুধু ভিন্ন।


মায়ের মুখের ভাষা অমৃত সমান,
সমস্ত সন্তান কহে শুনে পুণ্যবান।