‘ক’ কইলে কল্পনা শিয়রে আসে
শুধু কাকাতুয়া নয়,
কিছু কিরণ
কোকিল কলস কর্ম ও কবিতা
সেজে গুজে কলাবতীর সঙ্গে নামে
আমার কলাপী মনে,
কথা কয় ।
‘ক’ শুনলে কাঁকন বেজে ওঠে,
করবীর বনে কোমল হাওয়ায় কাঁপে কেন
কান্ত করতল ?
কৃষ্ণকথা বল সখী
করুণা করে ‘ক’,
কাজলা চোখে যেন কাঁচন জেগে ওঠে ।