বন্ধু, এ পৃথিবীতে কেউ ছোটো নয়,
এখানে কেউ নীচ নয়
সাদা - কালো ,উঁচু জাত - নীচু জাত
টাকা -কড়ি , গাড়ি -বাড়ি-বৈভব
অর্থহীন ঈশ্বরের কাছে ,
তার সন্তান -
মানুষেরা একটাই জাতি
শুধু তারা স্বভাবেই কিছু ভিন্ন ,
ভিন্ন পথে যায়,
ঈশ্বর বলেছেন - 'যত মত তত পথ" ।


বন্ধু, অজস্র ঘর নয় -
স্বরূপত ঘর আছে একটিই;
একটিই আকাশ আছে ঈশ্বরের দেওয়া
জমি আছে একটিই
আছে একটিই সূর্য সকলের জন্যে
চন্দ্র আছে একটি
বায়ু আছে একটিই,
আছে একটি পৃথিবী সকলের জন্যে,
সব পথ মিশে যায়
এক পথে এসে,
তবু মানুষেরা মাথা মোটা
কম বুঝে ভেবে নেয়
তারা ছিন্ন ভিন্ন ।