তিনি আসলে বলতে চেয়েছেন
অহিংসা মেঘের মতন
আর নিঃস্বার্থ ভালোবাসা
দুইই মহামন্ত্র।


একালের মানুষ উজ্জীবিত হোক
না হলে যে সৃষ্টি থাকবে না।



তিনি আসলে বলতে চেয়েছেন
সংযম বজ্রের মতন
আর দেবব্রত পবিত্রতা
দুইই মহাসাধনা।


দেশের মানুষ সেই সত্যে উজ্জীবিত হোক
না হলে যে শান্তি থাকবে না।



তিনি আসলে বলতে চেয়েছেন
সৎ কর্ম বৃষ্টির মতন
আর সৎ সংকল্পের চেষ্টা
দুইই মহাশক্তি।


বিভ্রান্ত মানুষ শেষ-মেশ উজ্জীবিত হোক
না হলে যে সুন্দর থাকবে না।