ছুটছে বরফি বাতাস,
প্রতিপক্ষ জানালায় উত্তুরে হাওয়া
কেবল লেপ চাদরের নিচে একটু আরাম।


কাঁপছে মানুষ ঘরে বাইরে, কাঁপছে
অশীতে জন্মানো পাখিরা শিরশিরে হাওয়ায়
বাথরুম-পুকুরে একটা কল্পিত হিম শৈল
রসিক সাপের মতন জড়িয়ে ধরে  
উঃ উঃ আ হা- হায়
উলেন শরীরেতে চাপে যে দ্রুত।


সোয়েটার টুপি মাফলার উইন চিটার
রকমারি শীত বস্ত্র
থরে থরে সাজানো
দোকানে, ঘরের আলনায়,
পলকা  রোদ্দুরে ছাদে শুকোয় জোড়া মোজা।


যেদিকে তাকাই, দেখি শীত নামে
উঠোনে ডালিম গাছের নিচে শীত,
আকাশের আলোয় শীত
হারানো প্রেমের মুখের ওপরে শীত
শৈশবের স্মৃতির ওপরে শীত
অফিস বসের হুকুমে নামে শীত,
সহকর্মীদের লাল চোখে শীত
চারিদিকে শীত শীত শীত...


অফিস থেকে বেরিয়েও দেখি শীত
বাসে অটোতে রাস্তায় মেঘ ছায়া
ব্যালকনিতে রোদ পোহায় শীত।


আচ্ছা, গাছেরাও কি কাঁপছে ?
আর জল?


।।  ।।  ।।  ।।  ।।