কলি কাল এল বলে
গেল ধর্ম দূরে চলে।
ঠক দস্যু তেড়ে এল
সত্য শান্তি ছেড়ে গেল।


চোর আর বাটপাড়
ঘিরে ধরে ঘর বার।
মিথ্যে কথা ব'লে তারা
সরা জ্ঞানে পুছে ধরা।


ভেজাল খাবার যত
বেচে তারা যত তত।
কাম হিংসা যত্র তত্র
ভয়ে খসে বৃক্ষ পত্র।


সত্য জ্ঞান ধ্বংস তরে
ডনে গুণ্ডায় জোট করে।
ডাকু পাপী দশ লাগে
ভালো লোক দূরে ভাগে।


।।  ।। ।।  ।। ।।