আমার লাশের মূল্য মাত্র পঞ্চাশ হাজার টাকা,
কসকসা কাগজের নোট তাজা,
আহত করলে রক্ত ঝরানোর দাম বিশ হাজার টাকা,
করবেন আহত আমায়?
দু হাজার টাকা দেবো আপনাকে বাট্টা।
টাকাটা আমার খুবই প্রয়োজন,
খেতে পারতেছেনা ঘরে মা-বাবা,স্ত্রী-সন্তান এবং স্বজন।
এই মুহূর্তে আমার আহত কিংবা নিহত হওয়া খুবই প্রয়োজন।
নিঃশ্বাসের মূল্য মাত্র কয়েক হাজার কাগজের ছাপা,
চিন্তা করবেন না;মরার তিনদিন পর আমার খবর পড়ে যাবে চাপা।
আমার মৃত্যুর পর কী হবে তা আমি জানি,
আইন প্রণেতা,আমার ভোটে নির্বাচিত নেতা জানাবে শোক,
এতে কারোও জ্বলবে না এক চিলতে পরিমাণ বুক,
এটাই শ্রমিকের জীবনের গ্লানি।


আচ্ছা যাও,
আঘাত করতে না পারলে কেমিক্যালের স্তূপে ডুবিয়ে দাও,
একটু তোমাদের বিলাসিতার আগুন লাগিয়ে দাও।
আগুনে পুড়িয়ে আবার ডেকো দমকল, ডিফেন্স, সাংবাদিক,
থাক ভাই প্রয়োজন নেই,
সাংবাদিক ডেকো না;ওরা ফাঁস করে দিতে পারে তোমার হেলা,
ওরা দারুণ সাংঘাতিক।
ভাই;মিনতি আমার,
পুড়াও আমাকে,
আমাকে পোড়ালে খেতে পারবে আমার পরিজন,
এই নির্মমতার দিনে কেউ নেই আমার আপন।