আমি কাউকে ভালোবাসতে চাইনা,
কারো গোপন বন্ধু হতে চাইনা;অথবা,
কাউকে নিজের একাকীত্বের কথা বলতে চাইনা।
আমি কারো প্রিয় হতে চাইনা,
কারো স্বপ্নের পুরুষ হতে চাইনা;কিংবা,
কারো মনের রাজত্বের দায়িত্ব চাইনা।
আমি কখনো কোলাহলে থাকতে চাইনা,
কোনো মুমূর্ষের গুরুদায়িত্ব নিতে চাইনা;এবং,
কোনো রাজনৈতিক নেতৃত্ব চাইনা।
আমি কোনো ছলনার ভালোবাসা চাইনা,
যে ভালোবাসা বার-বার হত্যা করে বাঁচিয়ে রাখে,
যে ভালোবাসার যন্ত্রণা কখনো মরতে দেয় না,
আমি কোনোদিনও সে ভালোবাসার প্রত্যাশা করিনা।
আমি থাকতে চাই খুব একা,
যেভাবে মুক্ত আকাশে বিহঙ্গ ছুটে বেড়ায়,
সেভাবে আমিও একা উড়তে চাই।
আমি খুব আকাশচারী হতে চাই,
যেখান থেকে আনমনে দেখবো,
প্রেমিকের প্রেম না পাবার আর্তনাদ,
বাতুল কবির কবিতার অবসাদ।
যেখান থেকে নিভৃতে দেখবো,
বিধবার একাকিত্বের আর্তচিৎকার,
বন্যায় দুর্ঘতদের বাধ-ভাঙ্গা কান্নার চিৎকার,
বিপ্লবীর কণ্ঠ নিঃসৃত হারানো অধিকার।
যেখান থেকে অনুভব করবো,
অনন্যার চোখ ভরা স্বপ্ন বুকে গেঁথে ছুটে চলা,
আমাদের অনেক কথা বলার থাকলেও,
অনুভূতির আবরণ ঢেকে তা না বলা।
আমি ডুবুরি হয়ে সাগরের অতলে চলে যেতে চাই,
যেখানে থাকবে আমার একমাত্র প্রেমিকা একাকীত্ব,
হবে না সেখানে কভু কোনো নারী অথবা জীবের দাসত্ব।
আমি কবরে আমার নিবাস বানাতে চাই,
যে গোরে থাকবে শুধুই নীরবতা,
এই ব্রহ্মাণ্ড থেকে আমি হার মানা প্রেমিকের জড়তা।
তোমাদের প্রতি আমার করুণা,
আমাকে মুক্তি দাও,
আমার বাঁধন খুলে দাও,
আমার প্রেমিকা একাকীত্বকে ফিরিয়ে দাও,
আমার একাকীত্বকে বাঁচতে দাও।