আমি আপনাকে কিছু বলতে চাই,
এমন কিছু বলতে চাই,
যা আগে কাউকে বলা হয়নি।
সময়ের তিক্ততা আমাকে মুচড়ে গিলে খাচ্ছে,
দিনযাপন হয় খোলা গগন তলে,
আকাশ গঙ্গার অশ্রুতে ভিজে।
এই নিঃসঙ্গ সময়ে আমার কেউ নেই,
এই কঠিন দিবসে বেঁচে থাকা দায়।
আমি আপনাকে কিছু বলতে চাই,
শুনবেন আমার যতো ব্যথার কথা?
হাজিরা নিবেন আমার যতো সব ব্যথা?
যেসব কথা সময়ের বাক্সোতে তালা মেরে আপনার জন্য জমা রেখেছি।
আপনি কী আমার কথা শুনার জন্য বিনিময় চান?
আচ্ছা,
বিনিময় হিসেবে আমি নিজেকে দিয়ে দিবো!
হবো আপনার অন্য,
অনন্তকালের জন্য।


🖋️সাজ্জাদ হোছাইন সাকিব
১৩ সেপ্টেম্বর,২০২২