আমি মুক্তি চাই,
আমার প্রাণ উড়তে চাই,
ওই খোলা নীলে গাংচিলের ডানায় ভর করে।
আমি হাসতে চাই,
আমার চোখ কাঁদতে চাই,
এই পরাধীনতাকে শৃঙ্খলিত করে।
আমার পতাকা চাই,
আমি প্রেম চাই,
এই অ-গণতান্ত্রিক নিয়মকে হত্যা করে।
আমি খুন চাই,
আমার সুখ চাই,
ওই প্রেমিকার অপাঙ্গে।
আমি ভালোবাসতে চাই,
আমি চুমু চাই,
মেঘকন্যার ঠোঁটে,মুখে,ললাটে।
আমার আলো চাই,
আমার স্নিগ্ধ বাতাস চাই,
ওই বসন্ত প্রেমিকার পরশে।
আমার অন্ধকার চাই,
আমার হতাশা চাই,
ওই ল্যাম্পপোস্ট প্রজ্বলিত সড়কে।
আমার মৃত্যু মুক্তি চাই,
আমি ভাসতে চাই,
এই যান্ত্রিক নিয়মকে কবর দিয়ে।


✍️সাজ্জাদ হোছাইন সাকিব