চোখ দুটো কাঁদতেছেনা কয়েকশ বছর।
তোমাকে একটি বারের মতো নিখোঁজ করে দিয়ে হলেও কাঁদতে চায়,
আমার নিকট জমা থাকা "তুমি নামক মায়াকে" শেষ বারের মতো ডুবিয়ে দিতে চায়,
অথবা তোমার থেকে আমাকে হারিয়ে নিতে চায়,
তুমি ছাড়া একটু কাঁদতে চায়;কয়েক প্রহর।
চোখ দুটো কাঁদতেছেনা কয়েকশ বছর।


তোমার চোখের তীব্র মায়া অতো সহ্য হচ্ছে না,
রেডিও সিগনালের মতো "এক পাক্ষিক" তোমাকে ভালোবেসেই যাচ্ছি,
"আমি কবিতাকে" তুমি ভালোবাসছোনা।
তোমার চোখের অতো মায়া আর সহ্য হচ্ছে না।
শেষ বারের মতো নিখোঁজ হয়ে যাও,
আমাকে বাঁচতে দাও।


তুমি নিখোঁজ হয়ে যাও,
নিজেকে তুমি আসার মিথ্যা অপেক্ষার কথা বলে আর ঠকাতে পারবো না।
তুমি যদি হারিয়ে যাও,
তোমাকে মোটেও খুঁজতে বেরুবো না,
মনকে তোমার মিথ্যা মৃত্যুর কথা বলে শান্তনা দিবো।
চোখে জল গড়াচ্ছে না কয়েকশ বছর,
শেষ বারের মতো তোমাকে নিখোঁজ করে নাও,
শেষ কাঁদা কাঁদবো শুধু,
আর কয়েকটি প্রহর।


চোখ দুটো কাঁদতেছেনা কয়েকশ বছর।