তোমার প্রস্থানে তোমায় শুভকামনা,
থেকেও পূর্ণ করতে পারোনি অনুরাগের উগ্র বাসনা।
তোমার প্রস্থানে আমি কেঁদেছিলাম কয়েকমহূর্ত,কয়েকদিন,
বোকা ছিলাম আমি,
স্ব-ইচ্ছায় বাজিয়েছিলাম মনে অসুখের বীণ।


প্রাক্তন,
তোমার প্রস্থানে কেঁদে চোখ রক্তজবার লাল,
অসময়ে প্রশ্নের পয়দা চিত্তে,
কাঁদছিস তুই কার জন্যে?
করছিস ব্যর্থ কার জন্যে কাল?
বুঝলাম সেদিন,
তুমি ছিলে না আমার জন্য,
আমায় এবং আমার সময়ের হত্যাকারী মাত্র।
আমার জীবনের মর্যাদাপূর্ণ সময় নিয়ে খেলেছিলে তুমি,
অশ্রুমুত্র ঝরিয়েছিলে আমার চোখে,
বিকলাঙ্গ হত্যাকারী!