প্রলয়ঙ্কারী মোখা,
প্লিজ,এবার দিয়ো না আর ধোঁকা,
যাদের উপর আঁচড়ে পড়বে,
তারা বড্ড বোকা।
এরা ভ্রমণ করে বিপদের সন্ধিক্ষণে,
মৃত্যুর ভয় নেই তাদের মনে,
তুমি একবার আচঁড়ে পড়লে কোনো ক্ষণে,
দেখবে,সেল্ফি তুলবে হুজুগেরা ধ্বংসস্তুপের রণে।


মৃত্যুদূত মোখা,
ঝাপিয়ে পড় হুজুগেদের উপর,
তাণ্ডব দেখাও তাদের ভয় দেখাও এবার,
যাতে চোখ যেনো হয় অনুশোচনার নহর।
এর আগে এসেছিলো আম্ফান-ফনি-বুলবুল,
এ জাতি তাদের সাথেও করেছে তামাশা,
লজ্জিত হয়ে ভেগেছে এসব মৃত্যুর পাশা,
তা-ই আজ সাহস পেয়ে তারা করছে শোরগোল।


প্রিয় সখা মোখা,
এখানে নেই কোনো নূহের কিস্তি,
ভুলে গেছে মাদায়েনদের ধ্বংসের বৃষ্টি,
তুমি এসে ভুলিয়ে দাও এবার উচ্ছ্বসিতদের সৃষ্টি।
এরা হাসি-তামাশা করে সময়-অসময়ে,
যেকোনো কারণ নিয়ে।
এবার হোক এসবের শেষ,
জলোচ্ছ্বাসের বন্যা দিয়ে।


✍️সাজ্জাদ হোছাইন সাকিব
১৩ মে,২০২৩