দুর্দিনে পোহাচ্ছে রোদ দুর্ভিক্ষের শালিক,
পৃথিবী এখন অশান্তিতে ভরপুর,
নেই কোনো বসন্ত পরাভৃতের দুপুর,
ঘিরে আছে চারিদিকে সত্য নামের অলীক।
দুর্দিনে কাটাচ্ছে রাত সত্য প্রতিষ্ঠার শালিক,
এখানে কণ্ঠ আছে চিৎকার আছে ভাষণ আছে,
মেকি ভাষনের ত্যজে শোষণ ভুলে শালিক সত্য আনার আশায় কোনরকম হাসে,
দেয় না সত্য কোনো শোষক কিংবা কোনো মালিক।
সুদিনের সকালের আশায় দুর্ভিক্ষ ভুলে ক্লান্ত শালিক,
সুদিন আসবে ধরাতে কোনো বসন্ত কোকিলের ডাকা ভোরে,
সেদিন সত্যের জয় হবে মিথ্যা নষ্ট হবে,
কৃষ্ণচূড়া দিয়ে সাজবে সড়ক থাকবেনা বারুদের গন্ধ,
সেই ভোরে নিশ্চিত স্বাধীনতা নিয়ে উড়বে দুর্ভিক্ষ কাটানো শালিক।
আসবে কাল হবে সকাল,
সুদিনের গন্ধ নিয়ে।
উড়বে কেতন বিজয়ের চেতন,
ছড়িয়ে দিবে উড়ন্ত শালিক,
শান্তির বার্তা পৃথ্বী জুড়ে।