এই কুজন মধুর প্রভাতে,
জ্বর আসলো ললাটে।
শুধু কপালে নহে,
সারা অঙ্গে।
জ্বরের ভাইরাস গুলো দিচ্ছে দারুণ যন্ত্রণা,
তা-ও ছাপিয়ে চোখে মোর একটি ছবি ভাসে।
বুকের মধ্যে সব ছাপিয়ে ভাসছে তোর মন্ত্রণা,
এই রমণীয় প্রভাতে তুই কার আকাশে?
একটু এসে ভালোবেসে,
ললাটে হাত দিস বুলিয়ে।
লাগবেনা কোনো প্রতিষেধক,
যদি থাকিস মোর আলয়ে।
কানের পাশে চুপটি করে বসে,
শুনাবি মধুর প্রতিশ্রুতি।
মনরে বুঝাই তোরে ছাড়া থাকা দায়,
তুই আসলে হবে জ্বরের অবনতি।