—জনতার আর্তচিৎকার


ছুটছে গাড়ি,ছুটছে দেশ,
ছুটছে আমার নিশ্বাস,
মরে বেঁচে আছি এ-তো বেশ।
কতো পথচারী মরলে সীমা-সংখ্যাটা পূরণ হবে?
কতো শ্রমিক মরলে উন্নয়নের জোয়ার মোড় নিবে?
কতো খণ্ডিত লাশ ট্যাংকে পঁচে মরলে আমাদের নিস্তার দিবে?
আর কতো আর্তনাদ করবো আমরা?
আমাদের আর্তনাদের কথা শুনো কী তোমরা?
জীবনের নিরপত্তা দিবে বলে,
নিচ্ছো নিয়ম করে ট্যাক্স ভ্যাট,
ক্ষমতার গদিতে বসে করছো যতো বানচাল,
তোমরা প্রতিটা ঘরের মালিক দ্বারা তাড়িয়ে দেওয়া ক্যাট।
আমরা চাটার দলও বড়ো বেহায়া,
দুইটা সিঙ্গারা এক ডোক কোক দিলে গরম করি শাহবাগ,টিএসসি এবং রাজপথ,
স্লোগানের জোয়ারে ফাটিয়ে দিয়ে রুদ্ধ করি আমাদের তৃষ্ণার্থ গলা,
তোমাদের গণতন্ত্র,উন্নয়ন,চেতনা ও মিথ্যে ক্ষমতা!
আর কতো মঞ্চে উঠে লক্ষ জনতার সামনে মিথ্যে প্রতিশ্রুতি দিবে?
আর কতো সত্যের কাপড় চুরি করে মিথ্যের গাঁয়ে জড়াবে?
মনে রেখো,
সময় বড্ড হারামজাদা!
তোমাদের সব বুলি,ক্ষমতা,মিথ্যে ভাষণ,
নিরীহদের উপর শোষণ,
এ সবি একদিন করে দিবে পিকে।


আমার নাড়ি ছিড়ে আসার আগের কথা,
একজন মহান নেতা জনসমুদ্রে আঙ্গুল তুলে স্বপ্ন দেখিয়ছিলো,
আমার অস্তিত্বে তা আজো আছে গাঁথা,
আমার স্বাধীনতার কথা,
আমার নিরাপত্তার কথা।
এসব কোথায়?
আমার স্বপ্ন,
আমার শ্রেষ্ঠ জাতি,
আমার ৩০ লক্ষের রক্ত?
এসবের নাম ভাঙ্গিয়ে লুটছো তোমরা,
এখন আমরাও অন্ধে বিভোর,
মগজহীন জাতির প্রজন্ম তোমাদের শোষণের ভক্ত।


মনে আছে তোমাদের?
আলেকজান্ডার,অশোক,দারিয়ুস,মাহমুদ,হিটলার,মোসেলিনি এবং স্ট্যালিনদের কথা?
তারা-ও তোমাদের পর্যায়ের ছিলো।
সময় তাদেরকে ছুড়ে ফেলেছে ইতিহাসের পাতায়,
আমাদের চোখে তারা এখন বিস্মৃতির গর্তে পড়ে থাকা কসাই।
তোমরাও একদিন সময়ের কীট হবে,
প্রজন্ম তোমাদের স্ট্যাচু বানিয়ে নিয়ম করে ঘৃণার থুতু দিবে!
তখন কিছুই করতে পারবেনা তোমাদের চেতনা,
ইতিহাস বানিয়ে ছাড়বে তোমাদের যুগের নোংরা বেদনা।


৩শোরা ডিসেম্বর,২০২২
✍️সাজ্জাদ হোছাইন সাকিব