—জ্যোৎস্না কথা


এভাবে চেয়ে কেনো হাসো?
কুহকজালে আমাকে মুচড়ে ফেলে,
কেনো ভাসাও বিরহরের জঞ্জালে?
যদি না ভালোবাসো!


এভাবে কেনো চোখ ভরে দেখো?
চোখের তীরে আমাকে বিদ্ধ করে,
কেনো ডুবাও মায়ার গহ্বরে?
যদি কাছে না আসো!


এভাবে কেনো কথা বলো?
যে কথাকে মনের গোপন মনে হয়,
আদতে তা আমার জন্য নই,
যদি আমাকে নিজের না করো!


এভাবে কেনো ভাবাও?
তোমার সাথে আমার জমানো স্মৃতি,
মনে হয় যেনো প্রেমের গীতি,
স্মৃতি হয়ে রাত গভীরে কেনো কাঁদাও?


এভাবে কেনো ভাসাও?
ভালোবাসা,উপেক্ষা,অপেক্ষা,বন্ধুত্বের প্রয়োজনে!
নিবে কী কখনো আমাকে তোমার সুখের আয়োজনে?
তবে কেনো এভাবে ব্যাথা দাও?


একটু বলো?
কী হলো?
নাহ্ থাক,সব কথার বলাবলি,
এবার চলো:ভালোবাসি।


✍️সাজ্জাদ হোছাইন সাকিব