কবিতা নাকি কাব্য?লিখবো কি?
পড়বে কে?পাঠক কোথায়?
মনের যতো প্রশ্নের কপাট বন্ধ করে দিয়ে বসে পড়লো কবিতা লিখতে কবি;বদ্ধ ঘরে।
চার দেয়ালের আধার ঘরে সামনে ক্যান্ডেল রেখে কবি,
ধূসর কাগজ এবং কবিতার তলোয়ার কলম,
এই দুই কবির কবিতা যুদ্ধের প্রধান মাঠ সেনাপতি।


কবি লিখছে কি?
কপালের ঘাম এবং হাতের নাচের তালে তলোয়ার চালাচ্ছেন কবি,
কবি লিখছে কবিতা;শ্রেষ্ঠ কবিতা।
লিখতে হবে গন্তব্যহীন লাইন,
প্রেয়সী,যুদ্ধ,উদাস হরেক রকমের
বিষয় বুনে লিখছে কবিতা,
উদ্ভট কবি,
কারণ কবিতা লিখতে হলে হতে হয় উন্মাদ,
কবিতা লিখতে নেই এইখানে কোনো জন তান্ত্রিক আইন।
কবির পাঁচটাকা দামের অস্ত্র বর্তমানে মাঝ রণে,
অক্লান্ত ভাবে লিখছে ছলনাময়ী প্রেমিকাকে নিয়ে,
সুখী কবির প্রেমিকাটি ছিলো দূর্ভাগা।
মাঝ মাঠ পেরিয়ে সব উদাস কে হত্যা করে কবি উন্মত্ত উন্মাদ,
ক্ষেপা ষাঁড়ের মতো কবি লিখেই যাচ্ছে,
হারাচ্ছে তাকে যাকে সম্মুখে পাচ্ছে।
মাঠ পেরিয়ে কবি দেখছে সম্মুখে নেই কারো উপস্থিত,
কবিতা কি হলো?প্রশ্ন কবির,
পাঠক জানে,জানবো আমি কবিই বা কি!
এইবার পড়বে কে শ্রেষ্ঠ কবিতা?
পড়তেই পারে,কারা যারা তারা।