কোনো ঝড়ো বৃষ্টির দিনে কিংবা কোলাহলের মধ্যে থেকে,
আমার আমিকে নিয়ে হারিয়ে যাবো নির্জনতায়,
নিখোঁজের সংবাদ ছাপবে না কোনো পত্রিকায়।
আর কখনো পাবে নাকো খোঁজে শত সুখের দিনে অশ্রু বিসর্জন দিয়ে।
হারিয়ে যাবো আমার আমিকে নিয়ে।
কোনো তীব্র সুখের দিনে প্রেমিকার চোখের নেশা থেকে,
পালিয়ে যাবো অজানা দিগন্তে,
খুঁজবে তুমি হন্ন হয়ে প্রেমের দিনে।
কোনো একদিন অ-কারণে নিষিদ্ধ করে দিবো আমিকে,
প্রেমিকা এবং জনতার মন থেকে,
সেদিন আমাকে আর পাবে নাকো খোঁজে,
ধূসর বালুকাময় মরূর দিগন্তে।